পাইকগাছা অফিস : সাবেক সংসদ সদস্য জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সভাপতি এইচ এম শাহরিয়ার আসিফের রোগমুক্তি কামনায় জাতীয় যুব সংহতি পাইকগাছা উপজেলা ও পৌর শাখার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার আসরবাদ পৌর সদরে উপজেলা জাতীয় পার্টির অস্থায়ী দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে
জাতীয় যুব সংহতি পাইকগাছা উপজেলার কমিটির আহ্বায়ক শেখ আঃ আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন সাবেক জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি শেখ আঃ ছোবাহান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক গাজী সহিদুল ইসলাম (খোকন)। জাতীয় যুব সংহতির পৌর আহ্বায়ক মোঃ আবু সাঈদ শেখের সঞ্চালনায় বক্তৃতা করেন যুব সংহতির উপজেলা কমিটির সদস্য সচিব শেখ জাকারিয়া হোসেন বাবু, পৌর সদস্য সচিব মোঃ সিরাজুল ইসলাম, মোঃ আলতাফ হোসেন, মোঃ আসাদুল ইসলাম, মোঃ হারুন পাড়, মোঃ এখলাচ সরদার, মোঃ নূর আলী মোল্লা, মোঃ রাজু সরদার, মোঃ রুহুল আমিন গোলদার, মোঃ নাজিম উদ্দীন, আব্দুল্লাহ আল মামুন, আঃ সাত্তার, মোঃ সাইফুল ইসলাম। এ সময়ে উপজেলা ও পৌর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা শহিদুল ইসলাম।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত