পাইকগাছা অফিস : "নদী খনন, বাঁধ চাই; তবেই মিলবে প্রকৃতির ঠাই" শ্লোগানের আলোকে পাইকগাছায় উজ্জ্বল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ৫ম আসরের প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফ্রেন্ডস ফেডারেশন ব্যাচ ২০০৩ আয়োজিত মঙ্গলবার সকালে পাইকগাছা সরকারি কলেজ মাঠে তালা ক্রিকেট একাদশ ও আদর্শ সংঘ ক্রিকেট একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। ভাগ্য নামক টসে আদর্শ সংঘ ক্রিকেট একাদশ জয় লাভ করে ব্যাটিং এর সিদ্ধান্ত নেন। গদাইপুর আদর্শ সংঘ ক্রিকেট একাদশ ব্যাটিং এ নেমে নির্ধারিত ২০ ওভারের খেলায় ১৭ ওভারে ১ বলে সব উইকেট হারিয়ে ১৬২ রান করে। জবাবে ১৬৩ রানের টার্গেটে খেলতে নেমে প্রথমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে তালা ক্রিকেট একাদশ। ৫ম জুটিতে অপরাজিত গালিবের ২৭ বলে ৬৩ রান এবং মুন্নার ২৯ বলের ৫৬ রানের দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্যে তালা ক্রিকেট একাদশ ১৭ ওভারে ৩ বলে ওই ৫ উইকেটে ১৬৪ রান করে ফাইনাল খেলার গৌরব অর্জন করেছেন। ৩ ওভার ২ বলে ১১ রান দিয়ে ৫ উইকেট নেয়ায় তালা ক্রিকেট একাদশের হৃদয় ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হয়েছেন। হৃদয়ের হাতে ম্যান অব দা ম্যাচের পুরস্কার তুলে দেন অবসরপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রভাত কুমার দাশ।এসময় সাবেক কাউন্সিলর রবিশংকর মন্ডল, সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল, ব্যাংকার হাদিসুজ্জামান, জামিনুর রানা, ইয়াসমিন, গোপাল মন্ডল, শাহীন, অরবিন্দু, দিবেন্দু, বিশ্বজিৎ, ফয়সাল আহমেদ সনি, প্রসূন বাবু, প্রদ্বীপ, নাদিম, মোহন উজ্জ্বলের ভাই টুটুল প্রমুখ উপস্থিত ছিলেন। খেলা পরিচালনা করেন, অসীম সানা ও ইসমাইল হোসেন। অফিসিয়াল স্কোরার তাপস কুমার মন্ডল। ধারাভাষ্যে রইছ খান। আজ বুধবার একই মাঠে পাইকগাছা স্পোর্টিং ক্লাব ও সাতক্ষীরা নগরঘাটা ক্রিকেট একাদশ মুখোমুখি হবে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত