
পাইকগাছা অফিস : খুলনা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট দাপ্তরিক সফরে পাইকগাছা উপজেলার বিভিন্ন সরকারি অফিস পরিদর্শন, কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ একরামুল হোসেন, থানা অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন, ডিজিএম মোঃ ছিদ্দিকুর রহমান, উপজেলা প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব, ডাঃ ইব্রাহিম গাজী, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, বন কর্মকর্তা প্রবীর কুমার দত্ত, সমবায় অফিসার মোঃ হুমায়ুন কবির, জনস্বাস্থ্য প্রকৌশলী শাহাদাৎ হুসাইন, পিএসবি শাখা ব্যবস্থাপক জয়ন্তী জয়ন্ত কুমার ঘোষ, আইসিটি কর্মকর্তা মৃদুল কান্তি দাশ, পিআইও ইমরুল কায়েস, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, ইউআরসি ইন্সট্রাক্টর ঈমান উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, একাডেমিক সুপারভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জিএম বাবলুর রহমান, আনসার ও ভিডিপি প্রশিক্ষণ মোঃ আলতাফ হোসেন, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, রিপন কুমার মন্ডল, মোঃ জাফর সিদ্দিকী, আঃ ছালাম কেরু, প্রেসক্লাবের সেক্রেটারি এম মোসলেম উদ্দীন, প্যানেল চেয়ারম্যান বৃন্দ, সাংবাদিক সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের প্রতি উন্নয়নমূলক কার্যক্রমে গতিশীলতা আনয়নে সকলের সহযোগিতা কামনা করেন। মতবিনিময় পরবর্তীতে তিনি রাড়ুলী ভূবন মোহিনী বালিকা মাধ্যমিক বিদ্যালয়, জগৎ বিখ্যাত আচার্য বিজ্ঞানী প্রফুল্লচন্দ্র (পিসি) রায়ের বসতভিটা ও রাড়ুলী ইউনিয়ন পরিষদ পরিদর্শন, হরিঢালী ইউনিয়নের দক্ষিণ সলুয়া আশ্রায়ণ প্রকল্প, দ: সলুয়া কমিউনিটি ক্লিনিক, শ্রীরামপুর ফকিরপাড়া পাঞ্জেগানা মসজিদ ও কালচারাল সেন্টার সংযোগ সড়ক পরিদর্শন করেন।