পাইকগাছা(খুলনা )প্রতিনিধি : পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নের শংকরদানা গ্রামের অনন্ত সরকারের ছেলে গুরুদাস সরকার। বিয়ের ১৯ বছর একসাথে সংসার জীবন পার করার পরে গুরুদাস সরকার (৪৫) ও কাকলি রানী (৩৭) দম্পতির কোল আলো করে তিন পুত্র সন্তানের জন্ম হয়েছে।
শুক্রবার রাতে একসঙ্গে তিন সন্তান জন্ম দিয়ে ঘর আলোকিত করেছেন কাকলি।২০০৬ সালের ফেব্রুয়ারিতে গুরুদাসের সঙ্গে বিয়ে হয় একই উপজেলার বাঁকা-ভাবানীপুর গ্রামের কাকলির। বিয়ের পর কেটে গেছে ১৯ বছর। এ সময়ে কোনো সন্তান হয়নি তাদের সংসারে।
সর্বশেষ ২০২৪ সালে কাকলির গর্ভে সন্তান ধারণ করলে পরিবারটি খুশীতে আত্মহারা। অপেক্ষার দিন শুরু হয় ছোট্ট ফুটফুটে শিশুর আগমনের ।সেই অপেক্ষার শেষ হলো শুক্রবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সিজার করে একে একে বেরিয়ে আসে তিনটি শিশু পুত্র সন্তান। একসঙ্গে তিনপুত্র সন্তানের বাবা-মা হলেন গুরুদাস ও কাকলি দম্পতি। মা ও সন্তানেরা সুস্থ আছেন। দম্পতির পিতৃকুল ও মাতৃকুলে দেখা দিয়েছে আনন্দের বন্যা।
গুরুদাস সরকার জানিয়েছেন, মা ও শিশু সন্তানেরা উভয় সুস্থ আছেন। এখনো হাসপতালে রয়েছে।
পাইকগাছায় গৃহবধুর একসাথে ৩ সন্তান প্রসব

Leave a comment