পাইকগাছা অফিস : পাইকগাছায় গ্রেফতারি পরোয়ানা থাকা ৪ আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত শুক্রবার রাতে থানা অফিসার ইনচার্জের নির্দেশনায় অফিসার ও ফোর্সের সহায়তায় উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার পূর্বক শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, নারী ও শিশু নির্যাতন মামলার আসামি কপিলমুনি ইউনিয়নের মৃত নিমাই অধিকারীর ছেলে রতন অধিকারী (৫০) তার স্ত্রী আন্না অধিকারী (৪৫), চেক প্রতারনা মামলার আসামি উমাপদ অধিকারীর ছেলে বিকাশ অধিকারী (৪০), দেলুটি ইউনিয়নের সৌতখালী পীর আলী শেখের স্ত্রী ছায়রা বেগম (৩৪)।
থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানা মুলে নারী সহ ৪ জনকে গ্রেফতার করা হয়। এসব আসামিদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিজ্ঞ আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করলেও তারা পলাতক ছিল। গ্রেফতারকৃত দের শনিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।