
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় চিংড়ীতে অপদ্রব্য পুশ করা ও অস্বাস্থ্যকর পরিবেশে চিংড়ি ক্রয় বিক্রয় করার অপরাধে ৪ ব্যবসায়ী কে জরিমানা করা হয়েছে। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে গত শুক্রবার দুপুরে উপজেলার লতার শংকরদানা, শামুকপোতা, কপিলমুনির বিভিন্ন মৎস্য ডিপোতে মৎস্য ও মৎস্যপণ্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আইনে পুশ বিরোধী এসকল অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। এসময় চিংড়ীতে অপদ্রব্য পুশ করা, অস্বাস্থ্যকর পরিবেশে চিংড়ি ক্রয়বিক্রয় করার অপরাধে ৪ ব্যবসায়ীকে ৬ হাজার টাকা প্রশাসনিক জরিমানা আদায় করা হয়। একই সময়ে মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ বাস্তবায়নে জব্দকৃত জাটকা এতিমখানায় বিতরণ করা হয়। অভিযানে ক্ষেত্রসহকারী রণধীর সরকার, নৌ-পুলিশের এসআই রবিউল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক বলেন, চিংড়িতে অপদ্রব্য পুশ ও অস্বাস্থ্যকর পরিবেশে চিংড়ি ক্রয়বিক্রয় একটি দণ্ডনীয় অপরাধ। কিছু অসাধু ব্যবসায়ী অতি মুনাফার লোভে এই কাজ গুলো করে। এটির বিরুদ্ধে জনসচেতনতা দরকার। জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।

