
বিজ্ঞপ্তি : পাইকগাছার জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের মাঝে চিকিৎসা আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে এলাকার ২০ দু:স্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে অনুদানের চেক বিতরণ করেন সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, তুষার কান্তি দাশ। উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সরদার আলী আহসান। উপস্থিত ছিলেন বিদ্যুৎ রঞ্জন সাহা, হাসিবুর রহমান, বিপ্লব কান্তি বৈদ্য, এসএম জিয়াদ আলী, মোঃ আব্দুল আজিজ, এসএম আজিজুল হাকিম, আকরামুল ইসলাম, প্রসেনজিৎ রায়, টিএম হাসানুজ্জামান, আজিজুল খান, মঙ্গল মন্ডল, আজিজুল বিশ^াস, জুলি শেখ, লতা আমিন, নাজমা কামাল ও রায়হান পারভেজ রনি। অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তর থেকে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজ, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ২০ ব্যক্তির চিকিৎসা সহায়তা হিসেবে ১০ লাখ টাকার এককালীন আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।