পাইকগাছা অফিস : পাইকগাছায় ব্যাংক, ব্যবসা প্রতিষ্ঠান, বাসাবাড়ী ঘিরে চোর-ছিনতাইকারী, পকেটমার চক্র সক্রিয় হয়ে উঠেছে। রবিবার আনুমানিক দুপুর ১ টার সময় পাইকগাছা সোনালী ব্যাংকে ৫০ হাজার টাকার একটা চেক জমা দিয়ে টাকা উত্তোলন করেন জয়দেব রায়। এর থেকে কিছু টাকা পুনরায় ব্যাংকে জমা দিতে চেয়েছিলেন। কিন্তু ব্যাংকে ভিড় দেখে খাওয়ার উদ্দেশ্যে বাজারে যায়। পথিমধ্যে একজন বলেন পিঠে আপনার জামাই ময়লা লাগছে।
ময়লা পরিষ্কার করার জন্য একটা হোটেলে যান। সেখানে টেবিলে রাখা ব্যাগে হাত দিয়ে দ্যাখেন ৫০ হাজার টাকা নাই। তড়িঘড়ি করে বের হয়ে আসেন। পরে পুলিশকে অবহিত করেন। জয়দেব রায় উপজেলার সোলাদানা ইউনিয়নের বাসিন্দা। তিনি সোলাদানা মাধ্যমিক বিদ্যালয় সাবেক প্রধান শিক্ষক। ব্যাংকের সিসি ক্যামেরায় দেখা যায়
ব্যাংকে ছিনতাইকারী পকেটমার চক্র তাকে টার্গেট করে। চক্রটি ব্যাংকের ভিতরে তার টাকা রাখা ব্যাগ থেকে টাকা উঠিয়ে নেওয়ার চেষ্টা করেন কিন্তু সেখানে ব্যাংকের গ্রাহক ও সিসি ক্যামেরা পর্যাপ্ত থাকায় ব্যাংক এর ভিতর থেকে টাকা নিতে পারিনি। কিন্তু তাতেও চক্রটি থেমে থাকেননি তিনি ব্যাংক থেকে বেরিয়ে আসলে তার পিছু নেয় ওই চক্র। উক্ত বিষয়ে পাইকগাছা সোনালী ব্যাংকের ব্যবস্থাপক এসএম সানিন কায়সার সাংবাদিকদের বলেন, এই বিষয়টি নিয়ে ভুক্তভোগী গ্রাহক আমার কাছে এসেছিলেন।তিনি বলেন আমি কিছুক্ষণ আগে ব্যাংকে পঞ্চাশ হাজার টাকা উত্তোলন করে বাজারে যেয়ে ব্যাগ থেকে টাকা বের করতে গিয়ে দেখি ব্যাগে কোন টাকা নেই। পরবরর্তীতে আমরা সিসি ক্যামেরা ফুটেজে দেখি ঐ গ্রহক এর আশপাশে একটি লোক ঘোরাঘুরি করছিল। আমরা প্রশাসন কে ভিডিও ফুটেজটি দিয়েছি। পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, এবিষয়ে জয়দেব রায় নামে এক থানা পুলিশকে অবহিত করেন। আমরা ভিডিও ফুটেজ সংগ্রহ করে চক্রটিকে দ্রুত সনাক্ত করে আইনের আওতায় আনার জন্য চেষ্টা করছি। এদিকে,
পাইকগাছা পৌর বাজারের প্রানকেন্দ্র কার্তিক দেবনাথের “পাইকগাছা বস্ত্রালয়ে” তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে। দোকান কর্মচারীরা বলছেন, শনিবার রাতে ক্রয়-বিক্রয় করে দোকান বন্ধ করে বাসায় চলে যাই। রবিবার সকালে দোকানে এসে দেখি সার্টারের কান কেটে তালা ভেঙ্গে দুর্বৃত্তরা কাপড় ক্রয়ের জন্য ব্যাংকে টিটি করার ৮০ হাজার টাকা ও দু’দিনর ক্রয়-বিক্রয়ের টাকাসহ দামি কাপড়-চোপড় চুরি করে নিয়ে গেছে । খবর পেয়ে থানার ওসি ( তদন্ত) তুষার কান্তি দাশসহ বাজার ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ দোকান পরিদর্শন করেছেন। স্থানীয়দের অভিমত বাজারে রাত্রিকালে ডিওটির দুর্বলতা ও সিসি ক্যামেরার স্থাপনের পুলিশের নির্দেশনা উপেক্ষা করায় এমন ঘটনা ঘটেছে। এ অভিজ্ঞতা থেকে এলাকাবাসি প্রতি ব্যবসা প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা স্থাপনের দাবি করেছেন। অন্যদিকে, রাড়ুলীতে চেতনা নাশক প্রয়োগে ৫ সদস্যকে অজ্ঞান করে অর্থ-সম্পদ চুরির ঘটনায় থানায় অজ্ঞাতদের নামে মামলা হয়েছে, যার নং-১২। পুলিশ অভিযান চালিয়ে শনিবার রাতে মৌখালী বাজার থেকে অজ্ঞান পার্টির হোতা ফেরদৌস ঢালী (৫৫) কে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে সে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। সে চাঁদখালী ইউপি’র মৌখালীর মৃতঃ ইউসুফ ঢালীর ছেলে। মামলা তদন্ত কর্মকর্তা রাড়ুলী ক্যাম্প পুলিশের আইসি এসআই ইমরান হোসেন জানান, রবিবার ফেরদৌসকে আদালতে পাঠানো হয়েছে।
পাইকগাছায় চোর-ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য আটক ১
Leave a comment