
পাইকগাছা অফিস : পাইকগাছার নুনিয়াপাড়ায় নৌকা বাইচ প্রতিযোগিতার মধ্যদিয়ে ৪ দিনব্যাপী ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব সমাপ্ত হয়েছে। উৎসবের শেষদিন শনিবার বিকেলে নুনিয়াপাড়াস্থ খালিয়া বদ্ধ নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।
আয়োজক কমিটির সভাপতি রাজিব কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মোঃ সাইফুল ইসলাম, জেলা পরিষদ সদস্য রবিউল ইসলাম রবি, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরন সাধু, তুষার কান্তি দাশ, শেখ আনিছুর রহমান মুক্ত, ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী, এসআই উত্তম চক্রবর্তী, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, রবীন্দ্রনাথ নাথ রায়, বিজন বিহারী সরকার, পঞ্চানন সানা, দীলিপ ঢালী, পরিতোষ কুমার মন্ডল, প্যানেল চেয়ারম্যান আজিজুর রহমান লাভলু, ইউপি সদস্য শেখর চন্দ্র মন্ডল পিযুষ কুমার মন্ডল, আব্দুল্লাহ আল মামুন, আবুল কালাম, নাছিমা বেগম, আঃ রউফ, ব্যবসায়ী শিবপদ মন্ডল, আনিছুর রহমান সানা, জলধর মন্ডল, রামপ্রসাদ সরদার, শিক্ষক পবিত্র কুমার মন্ডল, বি,এম আরেফিন, ধীরাজ কুমার মন্ডল, এমএম আজিজিল হাকিম, আকরামুল ইসলাম, রনিসহ বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ।
উল্লেখ্য, জন্মাষ্টমী উপলক্ষে পুজাঞ্চনা, আলোচনা সভা, বণার্ঢ্য শোভাযাত্রা, নামযজ্ঞ, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানসহ পুরস্কার বিতরণ করা হয়। বাইচ শেষে বিজয়ী ও রানার্সআপ দলকে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।