
পাইকগাছা অফিস : পাইকগাছায় আদালতের আদেশ অমান্য করে জমি জবরদখল, বিভিন্ন দফতারে অভিযোগ দিয়ে জমির মালিক ও সাবেক ইউপি সদস্যকে হয়রানি করার অভিযোগ উঠেছে। এ বিষয় ভুক্তভোগী জমির মালিক আমান উল্লাহ সরদার সঠিক বিচারের দাবিতে আবুল কাশেম ও তার পরিবারের বিরুদ্ধে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় পাইকগাছা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে।
সংবাদ সম্মেলনে আমান উল্লাহ লিখিত বক্তব্য বলেন, উপজেলার উত্তর গড়ের আবাদ গ্রামের আঃ রহিম কমলাপুর মৌজায় ৬ বিঘা জমি বন্দোবস্ত পান। রহিম সেই জমি মুজিবুর রহমান ও হাকিম মোল্লা নিকট ৫০ শতক জমি বিক্রয় করেন। ক্রয় করার পর থেকে কোন দিন ভোগ দখল করেন নাই। মুজিবুর রহমান নিকট থেকে আবুল কাশেম জমি ক্রয় করলে দলিলে চৌদিকৃত জমিতে ভোগ দখল না করে আমার জমি জবর দখল করছে। এ জমি নিয়ে পাইকগাছা সিনিয়র সহকারী জজ আদালতে মামলা রয়েছে। আবুল কাশেম জমি বুঝে না পাওয়ায় তার সন্তানেরা আমার সহ সাবেক ইউপি সদস্য ফজলুর রহমানকে জড়িয়ে মিথ্যা ভিত্তিহীন ষড়যন্ত্র করে হয়রানি করছে। এ বিষয়ে তদন্ত পূর্বক সঠিক বিচারের দাবিতে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী আমান উল্লাহ।