
পাইকগাছা অফিস : পাইকগাছার পৌরসভায় জলে ডুবে হুসাইন নামে দেড় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে পৌরসভার বাতিখালী ৮ নং ওয়ার্ডে
এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। মৃত শিশু খুলনার লবনচোরা থানার সাচিবুনিয়ার গ্রামের আজিজুল শেখের ছেলে। তার মায়ের নাম লিমা খাতুন। পুলিশ সুরোতহাল রিপোর্ট সম্পন্ন করে নিহত শিশুকে পরিবারের কাছে হস্তান্তর করেছেন। মৃতের পারিবারিক সুত্র জানা যায়, আজিজুল-লিমা দম্পত্তির হাল সাং বাতিখালীতে বসবাস করেন। শুক্রবার দুপুরে মা লিমা তার শিশু ছেলে হুসাইনের গোসলের পানি আনতে যায় শিবসা নদীতে। কিন্তু এরই মধ্যে হুসাইন মা’র পিছু নিয়ে পথে উঠে এবং এক সময় পার্শ্ববর্তী জামিলের পুকুরে পড়ে গেলে কেউ টের পায়নি। এদিকে মা লিমা পানি নিয়ে বাসায় ফিরে হুসাইনকে খোঁজাখুঁজি’ শুরু করে। এক পর্যায়ে তাকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দেয়। প্রতিবেশিরা হুসাইনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষনা করেন। খবর পেয়ে ডিউটিরত থানা পুলিশের এসআই সুভাষ রায় মৃতের সুরোতহাল রিপোর্ট সম্পন্ন করে কর্তৃপক্ষের নির্দেশে মৃত শিশুকে তার পরিবারের কাছে হস্তান্তর করেন।