পাইকগাছা অফিস শিশুকে ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে পাইকগাছায় জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন এর আনুষ্ঠানিক উদ্ভোধন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স স্থায়ী টিকাকেন্দ্রে কার্যক্রম এর উদ্ভোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। সাথে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম,জুনিয়র কনসালটান্ট গাইনী ডাঃ সুজন কুমার সরকার, ডাঃ বাপ্পা দাস, প্রভাষক ময়নুল ইসলাম, এম টি ই পি আই সাহানারা পারভীন,স্বাস্থ্য পরিদর্শক মীর আব্দুল সেলিম, সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল, মাসরুজ্জামান, গীতা রাণী বিশ্বাস , ধৃতী মন্ডল, আয়ুব আলী, সরোয়ার হোসেন প্রমুখ। এবার মোট উদ্দিষ্ট শিশুর লক্ষ্যমাত্রা ২৪৪৪২ জন। অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মুল ,অপুষ্টিজনিত শিশু মৃত্যু প্রতিরোধ এবং শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ১১ ই ডিসেম্বর ২০২১ তারিখ থেকে ৪ দিন ব্যাপী ইপিআই কেন্দ্রসমূহে সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালন করা হবে মুঠোফেনে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার৷ এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন৷