পাইকগাছা অফিস : “জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪” উদযাপন উপলক্ষ্যে পাইকগাছায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপজেলা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনন্দ মোহন বিশ্বাস। ‘ভরবো মাছে মোদের দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ’ এই শ্লোগান কে সামনে রেখে আগামী ৩০ জুলাই থেকে ৫ আগস্ট জাতীয় মৎস্য সপ্তাহ পালনের প্রেক্ষাপটে আলোচ্যসূচি বিভিন্ন বিষয়বস্তু উপস্থাপন করেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। এসময়ে ভাইস চেয়ারম্যান অনিতা রাণী মন্ডল, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, কৃষি কর্মকর্তা কৃষিবিদ অসীম কুমার দাশ, পিআইও ইমরুল কায়েস,উপজেলা ইন্সট্রাক্টর ঈমান উদ্দিন, ডিজিএম মো. ছিদ্দিকুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।