
পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় ডেভিলহান্ট অপারেশনে থানা পুলিশ ৩ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছেন।
গ্রেফতারকৃতরা হলো সুকান্ত কুমার দাস মনা (৩৬)
সে উপজেলার কপিলমুনির নগরশ্রীরামপুরের মনোরঞ্জন দাসের ছেলে। তাকে জিআর ১১৮/২৪ মামলায় গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে ডেভিলহান্ট-২’তে জিআর -২৫৭/২৩ মামলায় মো. নাহিদ ইসলাম (১৯) কে গ্রেফতার করেন থানার এসআই মনিরুজ্জামান ও এএসআই আনিসুর রহমান। নাহিদ লস্কর ইউনিয়নের আলমতলা গ্রামের কামরুল গাজীর ছেলে। এদিকে কয়রা উপজেলার সিআর -১৩৩/১৮ মামলায় মো. জনি সানা (৩৮) কে গ্রেফতার করেন এএসআই কামরুজ্জামান সহ সঙ্গীয় ফোর্স। সে লস্কর ইউনিয়নের খড়িয়া গ্রামে আইজুল সানার ছেলে। থানা অফিসার ইনচার্জ মো. গোলাম কিবরিয়া জানান, ধৃত আসামীদের শনিবার পাইকগাছার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।

