পাইকগাছা অফিস : পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে অনুমোদন বিহীন ভ্যাটোনারি ঔষধ, মৎস্য ও পশু খাদ্য ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা রাড়ুলী ইউনিয়নের কাটিপাড়া ও বাঁকা ঘোষ পাড়া বাজারে মৎস্য ও পশু খাদ্য এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই দুই প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। এসময় কাটিপাড়া বাজারের শুভাশিস দাশ এর অনুমোদন বিহীন মৎস্য ও পশুখাদ্যের দোকানে মূল্য তালিকা প্রদর্শন না থাকায় মৎস্য ও পশু খাদ্য আইন ২০১০ ধারা মোতাবেক ৫ হাজার টাকা এবং বাঁকা ঘোষ পাড়া বাজারে প্রান্ত দাশের অনুমোদন বিহীন দোকানে নিষিদ্ধ মৎস্য খাদ্য ও পশু খাদ্যে ব্যবহৃত এন্টিবায়েটিক, গ্রোথ হরমোন স্টেরয়েড বিক্রয় করার অপরাধে মৎস্য ও পশু খাদ্য আইন ২০১০ ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারা মোতাবেক ভ্রাম্যমান আদালত ওই প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং আনুমানিক ২৫ শত টাকার ঔষধ জব্দ করা হয়। এসময় অভিশংসক উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিষ্ণুপদ বিশ্বাস, পেশকার মো. ইব্রাহীম হোসেন, হিরন্ময় ব্যানার্জী, আনসার সাইফুল সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।