
পাইকগাছা অফিস : পাইকগাছায় ব্যাটারি চালিত ভ্যান সহ পৃথক এলাকা থেকে দুই চোর কে আটক করেছেন থানা পুলিশ। আটককৃতরা হলেন, কয়রা উপজেলার জায়গীর মহল গ্রামের জাবের সরদারের ছেলে রুবেল সরদার (২৫) ও লস্কর গ্রামের অজিয়ার মালীর ছেলে হুসাইন মালী (১৯)। পুলিশ জানায়, মঙ্গলবার সকালে রুবেল ভ্যান চুরি করে বিক্রির উদ্দেশ্য পাইকগাছার রাড়ুলীর গুচ্ছ গ্রামে তার আত্মীয়ের বাড়ীতে বেড়াতে আসে। অপরিচিত লোকটির চলাফেরায় সন্দেহ হওয়ায় স্থানীয়রা পুলিশকে সংবাদ দেয়। পুলিশ এসে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে ভ্যান চুরির কথা স্বীকার করে ও ভ্যানটি পুলিশকে দেখিয়ে দেয়। পুলিশ ভ্যান সহ তাকে আটক করে থানায় নিয়ে আসে। একই দিন লস্করের অজির মালির ছেলে হুসাইন মালী (১৯) আলমতলা বাজারের রাস্তার উপর থেকে একটি ভ্যান চুরি করে। সে সকালে পৌরসভার সরল বাজারে একটি দোকানে ভ্যানের ব্যাটারী খুলে বিক্রি করতে যায়। দোকান মালিকের সন্দেহ হওয়ায় সে পুলিশকে সংবাদ দেয়। পুলিশ এসে ভ্যান সহ চোর কে আটক করে।
এ ঘটনায় থানায় চুরি মামলা হয়েছে। দুই চোর পুলিশের নিকট চুরির কথা স্বীকার করেছে। মঙ্গলবার বেলা ২ টায় গ্রেফতার ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় চুরি মামলা হয়েছে বলে পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানিয়েছেন ।

