শাহরিয়ার কবির, পাইকগাছা : খুলনার পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজের উপরে মটরসাইকেল পার্কিং করাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে তর্ক বিতর্কের এক পর্যায়ে তাদের মধ্যে মারপিটের রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটনা ঘটেছে।
মঙ্গলবার সন্ধ্যায় কপোতাক্ষ নদের উপর নির্মিত বোয়ালিয়া ব্রিজের উপর মটরসাইকেল রাখাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষের সংবাদ শুনে পাইকগাছা ক্যাম্পের সেনাবাহিনী ও পাইকগাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এতে আহত হয় দু’পক্ষের ছয় জন। আহতরা হলেন গদাইপুর গ্রামের রাশেদ গাজী,চেচুয়া গ্রামের শাহাজান গাজী,বজলু গাজী ও রাড়ুলীর বোরহানপুর গ্রামের মফিজুল মোড়ল, হাসান মোড়ল, মইনুল মোড়ল বোয়ালিয়া ব্রিজের উপরে বাইক পার্কিং করাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে মারপিটের ঘটনায় গুরুতর আহত হওয়ায় স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সবজেল হোসেন জানান এখনও পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে বলে আহতদের পরিবার থেকে জানা গেছে।