পাইকগাছা অফিস : পাইকগাছা পৌরসভাস্থ ৬টি মন্দিরের সমন্বয়ে দুর্গা পূজা পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে শিববাটিস্থ রাস মন্দির চত্ত্বরে অনুষ্ঠিত পুনর্মিলনীতে সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা সিনিয়র সহ-সভাপতি অ্যাড. অজিত কুমার মন্ডল। প্রধান অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন, কাউন্সিলর এসএম তৈয়বুর রহমান, কবিতা রাণী দাশ, এসএম ইমদাদুল হক, আসমা আহমেদ ও রবি শংকর মন্ডল, শিববাটি রাস মন্দির কমিটির সভাপতি সন্তোষ কুমার সরকার ও সেক্রেটারি হিরেন্দ্রনাথ সানা, রাস কমিটির সাবেক সভাপতি হেমেশ চন্দ্র মন্ডল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল। এসময়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলা সদস্য মৃত্যুঞ্জয় সরদার এর সঞ্চালনায় বক্তৃতা করেন, উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালীবাড়ি সভাপতি সুরঞ্জন চক্রবর্তী, সেক্রেটারি উজ্জ্বল বিশ্বাস, বাতিখালী হরিতলা পূজা মন্দির সভাপতি গৌতম মন্ডল, সেক্রেটারি প্রমথ সানা, পাইকগাছা বাজার সার্বজনীন পূজা মন্দির সভাপতি উত্তম সাধু সেক্রেটারি সুনিল মন্ডল, শিববাটি মন্দিরের সভাপতি ভবেন্দ্রনাথ সানা, সেক্রেটারি মঙ্গল মন্ডল, সরল দাশপাড়া মন্দিরের সেক্রেটারি বিশ্বনাথ দাশ, সেক্রেটারি প্রেমচাঁদ দাশ, শিববাটি পূর্বপাড়া মন্দিরের সভাপতি প্রশান্ত মন্ডল ও সেক্রেটারি নির্মল মন্ডল। উপস্থিত ছিলেন, উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালীবাড়ি সাবেক সভাপতি দেব্ব্রত রায়, সেক্রেটারি সুভাষ চন্দ্র মন্ডল, কাঁকড়া সমবায় সমিতি লিঃ এর সভাপতি অধিবাস সানা, অমরেশ মন্ডল, রনজিৎ মন্ডল, তরুণ মন্ডল, পংকজ মন্ডল, বিভূতি সানা, অমেন্দ্রনাথ মন্ডল, বিরাজ মন্ডল, গোপাল মন্ডল প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই গীতা পাঠ করেন অনুকূল ব্যানার্জী।