
পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছায় শত-শত নারী-পুরুষ এক সঙ্গে উপভোগ করলেন দুর্যোগের পূর্ব প্রস্তুতি মহড়া। গতকাল বুধবার বিকেলে কমিউনিটি পর্যায়ে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের বাস্তবায়নে ও হেলভেটাস সুইস ইন্টার কো অপারেশ বাংলাদেশের সহযোগীতায় এ মহড়াটি মঞ্চস্থ করা হয়। গড়ইখালী ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু’র সভাপতিত্বে আলমশাহী ইনিস্টিটিউটে অনুষ্ঠিত মহড়ায় বিগত ১৯৭০ সালের প্রলঙ্কয়করী ঘূর্ণিঝড় থেকে শুরু করে সিডর, আইলা, আম্ফান, ফণি’র মতো প্রাকৃতিক দুর্যোগের অভিজ্ঞতা তুলে ধরা হয়। মহড়ায় দুর্যোগের আগাম প্রস্তুতি, পর্যায় ক্রমে ১-১০ নং মহাবিপদ সংকেট কি ও করণীয়, সহায় সম্পদ রক্ষা সহ কোন সময় আশ্রায়ন কেন্দ্রে যেতে হবে, দুর্যোগ পরবর্তীতে ক্ষয়ক্ষতি মোকাবেলা সার্বিক বিষয়ে মহড়ায় স্থান পায়। টিমলিডার রত্মেশ্বর রায়ের পরিচালায় পুরো মহড়াটি মঞ্চস্থ করেন কয়রা’র গীতাঞ্জলি নাট্য সংস্থার শিল্পী ও কলা কৌশুলীরা। এ সময় কয়রা উত্তরণের কোঅর্ডিনেটর ফয়সাল মন্ডল, দীপন মুখার্জি, মনিরুল ইসলাম, সমাজসেবক খায়রুল আলম সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

