
পাইকগাছা অফিস : পাইকগাছায় ধর্ষণ চেষ্টার অভিযোগে এনে খুলনার বিজ্ঞ নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের হয়েছে। ঘটনাটি গত ৪ আগষ্ট রাত ৯ টার দিকে উপজেলার হরিঢালী ইউনিয়নে। এ ঘটনায় শনিবার অভিযুক্ত নাজমুল গাজীকে পুলিশ গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে। মামলা সুত্রে জানা যায়, উপজেলার হরিঢালী ইউনিয়নের গোয়ালডাঙ্গা গ্রামের হান্নান গাজীর ছেলে নাজমুল গাজী (২৩) উত্তর সলুয়া গ্রামের মুক্তার শেখের স্ত্রী কে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিতেন। তাতে সে রাজি না হওয়ায় গত ৪ আগস্ট রাত ৯ টার দিকে মুক্তারের ঘরে তার স্ত্রী কে একা পেয়ে দরজা বন্ধ করে ঝাপটে ধরে এবং ধর্ষণ করার জন্য মুখ চেপে ধরে। তার পরণের কাপড় চোপড় টেনে ছিড়ে ফেলে এবং শরীরের বিভিন্ন স্থানে হাত দেয়। এঘটনায় ১ সেপ্টেম্বর পাইকগাছা বিজ্ঞ নারী শিশু নির্যাতন দমন ট্রইব্যুনালের মামলার আদেশে ঐদিন পাইকগাছা থানায় মামলাটি নথিভুক্ত হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই সাদ্দাম পালাতক অভিযুক্ত আসামি নাজমুল গাজী কে খুলনা থেকে গ্রেফতার করে। আটক ব্যক্তি কে শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।