পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় বাংলা নববর্ষ ১৪৩২ কে স্বাগত জানিয়ে উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে পৃথক পৃথক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টায় দলীয় কার্যালয়ের সামনে থেকে পৌর বিএনপি’র সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক আসলাম পারভেজের নেতৃত্বে, সাড়ে নয়টায় অস্থায়ী কার্যালয় থেকে উপজেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ এবং সাড়ে ১০ টায় সরল জিরোপয়েন্ট থেকে উপজেলা কমিটির সদস্য সচিব এসএম ইমদাদুল হকের নেতৃত্বে দলটির নেতাকর্মীরা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কিছু শিল্প নিয়ে বিশাল শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
এ সময় দেখা যায়, জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে গ্রাম বাংলার অতীত ঐতিহ্য কৃষকের গরু-লাঙ্গল, জোয়াল, মৎস্যজীবীর ক্ষেপলা জাল, মাছ রাখার খারাই, বর-নববধূর বাহন পালকি, পল্লীবধূর কাকে কলস, ধান-চাল ঝাড়ানো কুলা, সোনালী ফসল ধানের শীষ, শহীদ জিয়া, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি-ফেস্টুন হাতে নিয়ে ঢুলি বাদ্যযন্ত্রের তালে তালে নেচে গেয়ে আনন্দ শোভাযাত্রায় বিএনপি নেতাকর্মীরা অংশ নেন। এবং প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সরল জিরোপয়েন্ট পৌর বিএনপির আহ্বায়ক আসলাম পারভেজের সভাপতিত্বে বক্তৃতা করেন, পৌর সম্মেলন প্রস্তুতি কমিটির ১নং যুগ্ম আহ্বায়ক সেলিম রেজা লাকি, কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ ও মোস্তফা মোড়ল, বিএনপি নেতা আব্দুল গফুর, চিকিৎসক মো. শাহাবুদ্দীন আহম্মেদ, আরিফুল ইসলাম, যুবদলের আহ্বায়ক রুস্তম আলী, সদস্য সচিব আনোয়ারুল ইসলাম, জামিলুর রহমান রানা প্রমুখ।
কোর্ট মোড়ে উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ এর সভাপতিত্বে পথসভায় বক্তৃতা করেন, উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, সদস্য তুষার কান্তি মন্ডল, সেলিম রেজা লাকি, মোস্তফা মোড়ল, লক্ষ্মী রাণী গোলদার, মেসের আলী, অ্যাড. সাইফুদ্দিন, হুরায়রা বাদশা প্রমুখ।
পৌরসভা চত্বরে উপজেলা কমিটির সদস্য সচিব এসএম ইমদাদুল হকের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তৃতা করেন, জেলা বিএনপির সদস্য এস এম এমদাদুল ইসলাম, উপজেলা যুগ্ম আহ্বায়ক তৌহিদুজ্জামান মুকুল, কাজী সাজ্জাদ আহমেদ মানিক, সদস্য বেনজীর আহমেদ লাল, আবু তালেব, অ্যাড. একরামুল হক, সরদার ফারুক হোসেন, যজ্ঞেশ্বর সানা কার্তিক, মো. সাদ্দাম হোসেন প্রমুখ। এসময় প্রত্যেক গ্রুপে উপজেলা ও পৌর বিএনপি’র স্ব স্ব কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।
পাইকগাছায় নববর্ষে উপজেলা ও বিএনপির আনন্দ শোভাযাত্রা

Leave a comment