পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা থানা পুলিশের অভিযানে উপজেলার কপিলমুনি ইউপির তালতলা (গোয়াল বাথান) গ্রামের পরিমল ঢালীর ছেলে বৈষম্য বিরোধী মামলার এজাহার নামীয় আসামি নিষিদ্ধ আ’লীগের পাইকগাছা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান প্রার্থী "সুকুমার ঢালীকে" বৃহস্পতিবার সন্ধ্যায় তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। থানা পুলিশ সুত্রে জানা গেছে, নিষিদ্ধ আ’লীগের সুকুমার ঢালী পাইকগাছা থানার নাশকতার ২২/০৮/২০২৪ তারিখের ৫ নং মামলায় ইজাহার ভুক্ত আসামি। পাইকগাছা থানার ওসি (তদন্ত) মো: ইদ্রিসুর রহমান জানান, খুলনা পুলিশ সুপারের নির্দেশনায়, পাইকগাছা ডি- সার্কেলের তত্ত্বাবধায়নে ও তার পুলিশ পরিদর্শক (তদন্ত) এর নেতৃত্বে কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সবুজ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন। গ্রেফতারের পর আসামিকে শুক্রবার সকালে আইনি প্রক্রিয়ায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত