পাইকগাছা অফিস : আসন্ন শারদীয়া দুর্গাপূজা উপলক্ষ্যে পাইকগাছা থানার আয়োজনে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে থানা চত্বরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, সহকারী পুলিশ সুপার ডি সার্কেল মো. সাইফুল ইসলাম। সভাপ্রধান ছিলেন, অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ সাধু, সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক তৃপ্তি রঞ্জন সেন, পূজা পরিষদের প্রাণ কৃষ্ণ দাশ, মুরারী মোহন সরকার, পৌর পূজা পরিষদের সভাপতি বাবুরাম মন্ডল, সাধারণ সম্পাদক জগদীশ রায়, মৃত্যুঞ্জয় সরদার, উত্তম সাধু, শংকর দেবনাথ, সুনীল মন্ডল, সাংবাদিক বি সরকার। থানার সেকেন্ড অফিসার মো. মোশারফ হোসেন এর সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন, উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির সভাপতি সুরঞ্জন চক্রবর্তী, সেক্রেটারি উজ্জ্বল বিশ্বাস, পলাশ বাছাড়, বিদ্যুৎ বিশ্বাস, রামপ্রসাদ সাধু, উজ্জ্বল মন্ডল, কালিপদ বিশ্বাস, তরুণ কান্তি সরকার, অধীর কৃষ্ণ মন্ডল,কনক চন্দ্র তরফদার, বিপ্লব কান্তি মন্ডল। এসময়ে উপজেলা সকল মন্দির কমিটি, পূজা পরিষদ ও ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য এবছর উপজেলায় ১৫৫ টি মন্দিরে শারদীয়া দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত