
জন্মভূমি রিপোর্ট : খুলনা ৬ (পাইকগাছা কয়রা) আসনের নির্বাচনী মালামাল বিতরণ করা হয়েছে। আজ শনিবার (০৬ জানুয়ারি) সকালে পাইকগাছা উপজেলা পরিষদ চত্ত¡রে প্রিজাইটিং অফিসার, সহকারী প্রিজাইটিং অফিসার ও পোলিং এজেন্টদের ব্রিফিং শেষে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল আমিন নির্বাচনী সরঞ্জাম প্রিজাইটিং অফিসারদের হাতে তুলে দেন। প্রিজাইটিং অফিসাররা প্রতিটি কেন্দ্রের মালামাল বুঝে নিয়ে সহকারী প্রিজাইটিং অফিসার ও পোলিং এজেন্ট এবং কেন্দ্রের দায়িত্বরত নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে নিয়ে কেন্দ্রের উদ্দেশ্যে বের হন।
খুলনা ৬ আসনটি পাইকগাছা ও কয়রা উপজেলা নিয়ে গঠিত। পাইকগাছা উপজেলায় ৭৯টি কেন্দ্র এবং কয়রা উপজেলায় ৬৩টি কেন্দ্র। সর্বমোট ১৪২ টি কেন্দ্রের মধ্যে পাইকগাছা উপজেলার দুটি ইউনিয়নের দশটি ভোট কেন্দ্রের দুরত্ব বেশি হওয়ায় শনিবার ব্যালট পেপার প্রেরন করা হয়েছে। বাকি ১৩২ টি ভোট কেন্দ্রে ভোটের দিন রবিবার খুব সকাল থেকে ব্যালট পেপার প্রেরণ করা হবে বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ আল-আমিন।
এই আসনে ৭ জন প্রতিদ্বন্ধী প্রার্থীরা হলেন আওয়ামীলীগের নৌকা প্রতীকের মোঃ রশীদুজ্জামান মোড়ল, স্বতন্ত্র প্রার্থী জেলা আ’লীগের কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার জি এম মাহবুবুল আলম ঈগল, জাতীয় পার্টির মোঃ শফিকুল ইসলাম মধু লাঙল, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মোঃ আবু সুফিয়ান আম, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মির্জা গোলাম আজম ডাব, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এর প্রার্থী ব্যারিষ্টার এস এম নেওয়াজ মোরশেদ নোঙর, সোনালী আঁশ প্রতীক নিয়ে তৃণমূল বিএনপির মোঃ নাদির উদ্দিন খান।
এই আসনে মোট ভোটার ৪ লাখ ৫ হাজার ৩১৬ জন। এদিকে নির্বাচনী সরঞ্জাম বিতরণ এর আগে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইটিং অফিসারসহ নির্বাচনের দায়িত্বরত সকলকে ব্রিফিং করেন সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল আমিন। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মীর আলী রেজা, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান, উপজেলা নির্বাচন অফিসার মোঃ সামিউল ইসলাম সহ নির্বাচনের দায়িত্বে থাকা অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

