পাইকগাছা অফিস : পাইকগাছায় পৌরসভার ৬টি পূজা মন্দিরের যৌথ উদ্যোগে শিববাটিস্থ রাস মন্দিরের চলমান নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করছেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। রবিবার সকালে রাস মন্দির পরিদর্শন কালে উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালীবাড়ি’র নবনির্বাচিত সভাপতি সুরঞ্জন চক্রবর্তী, রাস মন্দির কমিটির সভাপতি সন্তোষ কুমার সরদার, সাধারণ সম্পাদক হিরেন্দ্র নাথ সানা, সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল, অজিত কুমার মন্ডল, গৌতম চন্দ্র সানা ও মৃনাল কান্তি সানা সহ অনেকে উপস্থিত ছিলেন।