
পাইকগাছা অফিস : পাইকগাছায় নিলামের মাধ্যমে পৌরসভার বিভিন্ন হাট-বাজার ও ট্রাক স্ট্যান্ড ইজারা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌর কার্যালয়ে মেয়র সেলিম জাহাঙ্গীর এর সভাপতিত্বে পৌরসভার হাট-বাজার শুরু মাত্র বৈশাখ মাসের জন্য ইজারা দেয়া হয়। ট্রাক স্ট্যান্ডের সর্বোচ্চ দরদাতা হলেন, আনারুল ইসলাম, মাংস বাজারে মিরাজুল ইসলাম, পোনা মার্কেটের আমিরুল ইসলাম, খুচরা মাছ বাজারের আব্দুস সবুর, খুচরা চাউল বাজারের মহাদেব ও ট্রলার ঘাটের নূর ইসলাম। এ সময় অন্যান্যদের মধ্যে প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রঞ্জু, এসএম তৈয়েবুর রহমান ও কবিতা দাশ, কাউন্সিলর আব্দুল গফফার মোড়ল, আসমা আহম্মেদ, রাফেজা খানম, পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, পৌরসভার জিয়াউর রহমান, উত্তম ঘোষ, মৃণাল কান্তি সানা, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, ব্যবসায়ী মিরাজুল ইসলাম, আনারুল ইসলাম, আমিরুল ইসলাম, নাসিরউদ্দীন, মোশাররফ হোসেন, রাশেদ বিশ্বস, সাইফুল ইসলাম, আছাদুল ইসলাম ও হযরত আলী সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

