পাইকগাছা অফিস : পাইকগাছা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাজা ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত ৯ আসামীকে গ্রেফতার করেছে থানাথানা পুলিশ। শুক্রবার রাতে তাদেরকে বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন, হরিঢালী ইউনিয়নের মামুদকাটি গ্রামের মৃত রামপদ মন্ডলের ছেলে গৌরপদ মন্ডল (৪০), সোনাতনকাটি গ্রামের বক্স গাজীর ছেলে হাকিম গাজী (২৫), উত্তর সলুয়া গ্রামের জসিম উদ্দিন সরদারের ছেলে জুনাইদুর রহমান, বিরাশী গ্রামের মিজান গাজীর ছেলে সুবাহান গাজী (৩৬), কপিলমুনি ইউনিয়নের জাফর আলী বিশ্বাসের ছেলে আক্তার বিশ্বাস (৫৫), গড়ইখালী ইউনিয়নের রউফ উদ্দীনের ছেলে তাজমুল সানা (৪৮), আবুল সানার স্ত্রী কুলসুম বেগম (৪৫) ও গড়ইখালী ইউনিয়নের পুলিন বৈদ্যর ছেলে ৬ মাসের সাজার আসামি সঞ্জয় বৈদ্য, পৌরসভার বাতিখালী গ্রামের আঃ সালাম বাচ্চুর ছেলে সবুজ কে গ্রেফতার করা হয়। থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।