
পাইকগাছা অফিস : পাইকগাছায় পুকুরে ডুবে আব্দুর রহমান নামে ১২ মাসের এক শিশু পুকুরে ডুবে মারা গেছে। সে উপজেলার দেবদুয়ার গ্রামের বরকত সানার ছেলে। মঙ্গলবার সকাল ১০ টার দিকে শিশুর মা তাকে বাড়িতে রেখে পুকুরে কাপড় পরিস্কার করছিল। এর মধ্যে কোন এক সময় সে বাড়ির পাশে পুকুরে পড়ে মারা যায়। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর না পেয়ে এক পর্যায়ে পুকুরে খোঁজ করলে সেখান থেকে শিশুটির মৃত্যু দেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। এব্যাপারে থানা অফিসার ইনচার্জ মো. ওবাইদুর রহমান বলেন, শিশুটির লাশ সুরতহাল রিপোর্ট তৈরী শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।