পাইকগাছা অফিস : পাইকগাছায় যাতায়াতের পথ নিয়ে বিরোধ কে কেন্দ্র করে প্রতিপক্ষ ভাই ও তার পরিবারের লোকজন সহোদর দিনমজুর দম্পতি কে মারপিট করে আহত এবং বসতবাড়ির গাছপালা কেটে ক্ষতিসাধন করেছে বলে অভিযোগ করেছেন হাসপাতালে চিকিৎসাধীন আহত দম্পতি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রোববার সকাল ১১টার দিকে উপজেলার রাড়ুলীতে এ ঘটনা ঘটে। জানাগেছে, রাড়ুলীতে পারিবারিক যাতায়াতের পথ নিয়ে মৃতঃ অছের আলী গাজীর ছেলে নূরুল ইসলাম ও মতিয়ার রহমান গাজীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ইতোপূর্বে এ নিয়ে নূরুল ইসলাম বাদী হয়ে প্রতিপক্ষ ভাই-ভাইপোসহ অনেকের বিরুদ্ধে মারধর, ভাংচুর ও ক্ষয়- ক্ষতির আশঙ্কায় জীবনের নিরাপত্তা চেয়ে গত ১২-৯-২৪ তারিখে থানায় জিডি করেন,যার নং-৫৯০। নুরুল ইসলাম ও মুক্তা খাতুন দম্পতির অভিযোগ জিডির প্রেক্ষিতে থানায় বসাবসির পর প্রতিপক্ষরা আরো ক্ষিপ্ত হয়ে উঠে হুমকি অব্যাহত রাখে।
সর্বশেষ রোববার সকালে পথ নিয়ে তর্ক-বিতর্কের এক পর্যায়ে প্রতিপক্ষরা আমাদের বসতবাড়ির অনেক গুলো মূল্যবান গাছপালা কেটে ক্ষতিসাধন করে। এতে বাঁধা দিতে গেলে ভাই মতিয়ার, আতিয়ার,ননদ,গজালিয়ার আশরাফুল,বাতিখালীর শাহিন লাঠিসোঁটা নিয়ে মারপিট করে জখম করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে আমরা আহত স্বামী স্ত্রী দু'জনই হাসপাতালে ভর্তি হই। অসহায় এ পরিবারটি সুবিচার পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত