পাইকগাছা অফিস : পাইকগাছায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, আর্থিক অনুদান ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার সকালে কাগজী বাসভবনে এ মহতী কর্মযজ্ঞে উদ্বোধন করেন কাগজী প্রতিবন্ধী ট্রাস্ট ও উপজেলা অভিভাবক ও প্রতিবন্ধী উন্নয়ন ফোরামের উপদেষ্টা রাশিদা জামান। ভার্চুয়াল সংযুক্ত ছিলেন, ওই সকল প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং লস্কর ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন। এসময় উপজেলা অভিভাবক ও প্রতিবন্ধী উন্নয়ন ফোরামের সভাপতি সাবেক ব্যাংকার প্রজিৎ কুমার রায়, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। আয়োজিত অনুষ্ঠানে অনুষ্ঠানে ১২ জন অস্বচ্ছল প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার, ৩ জন অসহায় প্রতিবন্ধীদের এসএসসি পরীক্ষার ফরম ফিলাপ ও পরীক্ষার সময় বৃদ্ধি অনুমোদনের ফি সহ জনপ্রতি ৫ হাজার টাকা এবং একজন প্রতিবন্ধী পরিবারের আর্থিক স্বচ্ছতার জন্য সেলাই মেশিন বিতরণ করা হয়। উল্লেখ্য, চেয়ারম্যান তুহিন নিজস্ব অর্থায়নে দীর্ঘদিন ধরে কাগুজী প্রতিবন্ধী কল্যান ট্রাস্ট পরিচালনার পাশাপাশি অসচ্ছল প্রতিবন্ধীদের ঘর করে দেওয়া সহ নিজ উপজেলার গন্ডি পেরিয়ে দক্ষিণ অঞ্চলের বিভিন্ন জায়গায় প্রতিবন্ধীদের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। কেএফডি ৯৮ ব্যাচের সার্বিক সহযোগিতার কথা উল্লেখ করেন কাগজী প্রতিবন্ধী ট্রাস্ট ও উপজেলা অভিভাবক ও প্রতিবন্ধী উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাতা এবং লস্কর ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন মুঠোফোনে জানান, বাৎসরিক আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার, আর্থিক অনুদান সহ বিভিন্ন সময়ে বিভিন্ন উপকরণ বিতরণ অব্যহত রেয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত