পাইকগাছা অফিস : পাইকগাছায় গড়ইখালী ইউনিয়নের কানাখালী শীল বাড়ীর কাছে একটি খালে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের খবরের ভিত্তিতে থানা পুলিশকে জানানো হয়েছে। পরবর্তী তে মৃত ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। সে উপজেলার ৬নং লস্কর ইউনিয়নের খড়িয়া ৮নং ওয়ার্ডের ভড়েঙ্গার চকের বাসিন্দার রামপদ ঢালীর ছেলে বিশ্বজিৎ ঢালী (৫২)। ব্যক্তিগত জীবনে অবিবাহিত ছিলেন। সে উপজেলা যুবলীগের সাবেক নেতা প্রসেন ঢালীর বড় ভাই।
পরিবারির সুত্র জানান, সে মানসিক প্রতিবন্ধী প্রকৃতির মানুষ ছিল এবং মানসিক রোগ বিশেষজ্ঞ চিকিৎসক ধীরাজ মোহন বসু'র অধিনে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার বোনের বাড়ি কয়রা উপজেলার হাতিয়ারডাঙ্গায় যাওয়ার সময় পথিমধ্যে পাইকগাছার গড়ইখালী ইউনিয়নের কানাখালী নামক স্থানে মৃত্যু হয়। মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি। মৃত্যু সংবাদ শুনে ঘটনাস্থলে যান অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম, লস্কর ইউনিয়নের চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান (তুহিন), মৃতের ভাই প্রসেনজিত কুমার ঢালী ও প্রশাসনে কর্মকর্তাবৃন্দ।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত