পাইকগাছা অফিস : পাইকগাছায় বিভিন্ন প্রলোভন দেখিয়ে এক মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি গত শুক্রবার ভোর রাতে গদাইপুর ইউনিয়নে। ওই ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা করে। পুলিশ শনিবার সকালে কিশোরীকে ডাক্তারি পরিক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক মাসুদুর রহমান জানান, উপজেলার গদাইপুর ইউনিয়নের চেঁচুয়া গ্রামের মুনছুর মিস্ত্রির ছেলে রবিউল মিস্ত্রি (৩০) একটি মানসিক প্রতিবন্ধী কিশোরীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রায় তিন মাস ধরে ধর্ষণ করে যাচ্ছে। গত শুক্রবার ভোররাতে প্রতিবন্ধী মেয়েকে রবিউল মিস্ত্রি পার্শ্ববর্তী একটি সুপারি বাগানে নিয়ে ধর্ষণ করে। পরে মেয়েটি বাড়িতে এসে মায়ের সাথে বলে। ওই সময় তার মা বাবা মেয়েকে নিয়ে থানায় এসে ধর্ষণ মামলা করে। কিশোরী মা জানান, মুনছুর মিস্ত্রির ইট ভাঙার একটি মেশিন রয়েছে। আমার দুই ছেলে তার সাথে ইট ভাঙ্গার কাজ করে। সে সুবাদে সে আমাদের বাড়িতে যাওয়া আসা করতো। এমন একটি কাজ করবে আমি ভাবতে পারেনি। থানার অফিসার ইনচার্জ মো. সবজেল হোসেন জানান, ধর্ষণের বিষয়টি কিশোরী ও তার পিতা মাতার নিকট থেকে শুনে তদন্ত করে ধর্ষণ মামলা নেয়া হয়েছে। ধর্ষক গা ঢাকা দিয়েছে। তবুও গ্রেফতারের জন্য চেষ্টা চলছে। আগামী রোববার কিশোরীকে উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২২ ধারা জবানবন্দির জন্য নেয়া হবে।