
পাইকগাছা অফিস : বিজ্ঞানী স্যার পি সি রায়ের মায়ের নামে প্রতিষ্ঠিত রাড়ুলী ভূবণমোহিনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম চন্দ্র ঘোষের উপর অমানবিক নির্যাতনের ঘটনায় বাংলাদেশ শিক্ষক সমিতি পাইকগাছা উপজেলা শাখা উদ্যোগে মৌন শোভাযাত্রা ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বাংলাদেশ শিক্ষক সমিতি পাইকগাছা উপজেলা শাখার কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ শেষে একটি মৌন শোভাযাত্রা উপজেলা সদরে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিচার ও প্রতিকারের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম এর হস্তক্ষেপ কামনা করেন। ন্যায় বিচার না পেলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি পাইকগাছা উপজেলা শাখার সহ-সভাপতি গোপাল চন্দ্র ঘোষ, রহিমা আক্তার শম্পা, সঞ্জয় কুমার মন্ডল ও মধুসূদন সরকার, সাধারণ সম্পাদক শেখ আব্দুর রহমান, মোঃ শহিদুল ইসলাম, দীপংকর কুমার দত্ত, দীপক চন্দ্র সরকার, প্রধান শিক্ষক অঞ্জলী রানী শীল, নারায়ণ চন্দ্র শিকারী, মৃনাল কান্তি রায়, মুহাঃ আনিছুর রহমান, আমিনুর রহমান, সুধাংশু মন্ডল, সুব্রত কুমার সানা, সহকারী শিক্ষক কার্ত্তিক চন্দ্র সরকার, মোঃ আজিজুর রহমান, মোঃ মহিবুল্লাহ, জালাল উদ্দীন, গৌতম কুমার ঘোষ, মোঃ সাঈদ মনোয়ার, পলাশ কান্তি মজুমদার, মোঃ আব্দুর রশিদ সহ অনেকে। এর আগে গত সোমবার পাইকগাছার রাড়ুলী ভুবন মোহিনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত পূর্বক কান ধরে বিদ্যালয় থেকে বের করে দেয়ার অভিযোগে প্রধান শিক্ষক বিচারের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন।