জন্মভূমি ডেস্ক : খুলনার পাইকগাছা সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভৈরবী রানী রায় বিভিন্ন সময় স্কুলের শিক্ষার্থী সহ শিক্ষকদের সঙ্গে খারাপ ব্যবহার, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে অনুপস্থিত, স্বেচ্ছাচারিতা এবং অস্বাভাবিক আচারনসহ নানা অভিযোগ তুলে প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে শিক্ষার্থীরা বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছে। উপজেলা নির্বাহী অফিসারের আশ্বাসে বিক্ষোভ প্রত্যাহার করে নেয় শিক্ষার্থীরা। জানা গেছে, পাইকগাছা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিক ভৈরবী রানী রায় চলতি বছরের ৭ মে পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে যোগদান করার পর থেকে মাসে এক দিন করে স্কুলে আসেন। এরপর বেতন নিয়ে চলে যাওয়ার সময় শিক্ষক, শিক্ষার্থীদের সাথে খারাপ আচারন, শিক্ষার্থীদের পরীক্ষার রুটিন, সিলেবাস, ক্লাস রুটিন, শিক্ষার্থীদের বিদ্যালয়ের সনদ, ছুটির নোটিশ কিছুই দেন না। শিক্ষকরা জানান, প্রধান শিক্ষক না থাকলে বিদ্যালয়ের সব কার্যক্রম স্থবির হয়ে পড়ে। কারন সব কিছু স্বাক্ষর করার মালিক প্রধান শিক্ষক, তিনি না থাকলে আমরা অসহায়। এসকল ঘটনা নিয়ে দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নানা ক্ষোভের সৃষ্ঠি হয়।
এরই ধারাবাহিকতায় বুধবার সকাল ১০ টার দিকে পাইকগাছা সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গনে বিক্ষোভ মিছিল বের করে বিদ্যালয়ের সকল অফিস, শ্রেনিকক্ষ ও প্রধান ফটক তালাবদ্ধ করে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মেইন সড়ক অবরোধ করে অবস্থান নেয়। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা। খবর পেয়ে বেলা ১১ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন ঘটনাস্থলে আসেন। এসময় তিনি শিক্ষার্থী ঋতু, অভিভাবক সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ ও সিনিয়র শিক্ষক আব্দুল ওহাব সকল বিষয়টি তুলে ধরেন। সকল সমস্যার কথা শুনে উপজেলা নির্বাহী অফিসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহার করে নেয়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত