
পাইকগাছা অফিস : পাইকগাছায় গ্রামীণ ব্যাংক রাড়ুলী শাখার উদ্যোগে বনজ ও ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে। ২০ জুন’২৩ মঙ্গলবার বিকেলে গ্রামীণ ব্যাংক রাড়ুলী পাইকগাছা শাখার ১০ নম্বর কেন্দ্রের শ্রীধরপুরে সদস্যদের মাঝে বনজ ও ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে বনজ ও ফলদ গাছের চারা বিতরণ করেন উপজেলার রাড়ুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন, ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অব বাংলাদেশ ফাউন্ডেশন পাইকগাছা উপজেলা শাখার চেয়ারম্যান এড. শফিকুল ইসলাম কচি। সভাপতিত্ব করেন, গ্রামীণ ব্যাংক রাড়ুলী পাইকগাছা শাখার ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান। ব্যাংক কর্মকর্তা মোঃ ওবায়দুল্লাহ, মোঃ জসিম উদ্দিন, দেবদাস বাবু সহ সমিতির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। চারা বিতরণকালে অতিথিবৃন্দ বলেন, সারাদেশে বৃক্ষ রোপন কর্মসূচির উপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুরুত্ব আরোপ করেছেন । এবছর মে ২০২৩ থেকে সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত সময়কালে চারা লাগানোর অনুকূলে পরিবেশ বিবেচনা করে ২০ কোটি গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা নিয়ে এ কর্মসূচির যাত্রা শুরু হয়েছে।