পাইকগাছা অফিস : পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর ত্রি-বার্ষিক নির্বাচনের মনোনয়ন পত্র সংগ্রহের শেষ দিনে প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার দুপুর ১ টা পর্যন্ত সমিতির নিজস্ব কার্যালয় থেকে মোট ৯ টি পদের বিপরীতে ৯ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেন। মনোনয়ন সংগ্রহকারীরা হলেন, সভাপতি পদে বর্তমান সভাপতি অমরেশ কুমার মন্ডল, সহ- সভাপতি এসএম আব্দুল হালিম, সাধারণ সম্পাদক পদে বর্তমান সম্পাদক মোহাম্মদ শফিয়ার রহমান, কোষাধ্যক্ষ পলাশ রায়, পরিচালক পদে ৫ জন যথাক্রমে উত্তম কুমার নাথ, একরামুল ইসলাম সবুজ, মাষ্টার হাফিজুর রহমান, শহিদুল ইসলাম ও শামীম আহমেদ। প্রধান নির্বাচন কমিশনার হচ্ছেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, সহকারী কমিশনার সমবায় পরিদর্শক আমীর হোসেন ও ব্যবসায়ী কার্তিক দেবনাথ। এ সময় ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সাবেক সভাপতি অ্যাড. মোর্তজা জামান আলমগীর রুলু ও সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন সহ বস্ত্র ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। ঘোষিত তফসিল অনুযায়ী ২-১-২০২৫ তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির।