পাইকগাছা অফিস : বাংলাদেশ স্কাউটস পাইকগাছা উপজেলা শাখা কমিটির উদ্যোগে বাংলাদেশ স্কাউট দিবস উদযাপনে উপলক্ষ্যে র্যালি, পতাকা উত্তোলন, আলোচনা সভা ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে থেকে একটি বর্ণাঢ্য র্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাইকগাছা সরকারি কলেজে পতাকা উত্তোলন শেষে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। “সাহসী ও দায়িত্বশীল আগামীর প্রজন্ম” থিমের উপর অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর সমারেশ রায়। স্বাগত বক্তৃতা করেন, বাংলাদেশ স্কাউটস পাইকগাছা উপজেলা সম্পাদক রহিমা আক্তার শম্পা। এসময় জেলা সহকারী কমিশনার আশুতোষ কুমার মন্ডল, উপজেলা শাখার কমিটির কমিশনার প্রধান শিক্ষক মো. নূরুজ্জামান, যুগ্ম সম্পাদক স. শি. আব্দুল আলীম গাজী, কোষাধ্যক্ষ প্র.শি. এসএম শফিকুল ইসলাম, প্র.শি. মিলি জিয়াসমিন, অঞ্জলী রাণী শীল, আব্দুল হাকিম, আব্দুর সবুর, রবীন্দ্রনাথ রায়, ডিএম শফিকুল ইসলাম, বিএম আক্তার, মো. কোহিনূর ইসলাম, ইউনিট লিডার রত্নেশ্বর সরকার ও পাপিয়া সুলতানা, সহকারী শিক্ষক মো. রফিকুল ইসলাম, আব্দুল রাজ্জাক, রোভার মুরসালিন, মাসুম, মাসুদ, পূজা, প্রত্যুষা, মিতু, হেনা, সুমাইয়া সহ কাব-স্কাউট, স্কাউট ও রোভার স্কাউট সদস্যরা উপস্থিত ছিলেন।পরবর্তীতে পাইকগাছা সরকারি কলেজ, উপজেলা পরিষদ চত্বর সহ বিভিন্ন স্থানে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন।