পাইকগাছা অফিস : পাইকগাছায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে এবং সরকারের ৬৫ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকার ঠেকাতে অভিযান পরিচালনা করা হয়েছে। রোববার দুপুর ১২ টার দিকে নিয়মিত অভিযানের অংশ হিসেবে উপজেলাধীন বাঁকা বাজার মৎস্য আড়তদাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ টিপু সুলতান। অভিযানকালে চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে দুই মৎস্য ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা এবং আনুমানিক ৬০ কেজি বাগদা চিংড়ি জব্দ করা হয়। জব্দকৃত মাছ কেরসিন দিয়ে পোড়ায়ে বিনষ্ট করে মাটিতে পুঁতে রাখা হয়। অপরদিকে, সরকারের ৬৫ দিনের নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকার ঠেকাতে অভিযান পরিচালনার অংশ হিসেবে গদাইপুর ইউনিয়নের বোয়ালিয়া ব্রিজ সংলগ্ন কপোতাক্ষ নদীতে অভিযান চালিয়ে নৌ পুলিশের সহায়তায় ৩ হাজার মিটার মশারি নেট জব্দ করা হয়। জব্দকৃত মশারি নেট পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে বলে জানান উপজেলা মৎস্য অধিদপ্তরের সিনিয়র এ কর্মকর্তা। এসময়ে মেরিন এন্ড ফিশারিজ কর্মকর্তা চঞ্চল মন্ডল, ক্ষেত্র সহকারী রণধীর সরকার, নৌ পুলিশের এসআই মিন্টু হোসেন, শামছুল আলম, সহকারী উপ পরিদর্শক (পুলিশ) কবির হোসেন, অফিস সহায়ক মোঃ রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত