জন্মভূমি রিপোর্ট : পাইকগাছায় বাড়িঘর ভাংচুর লুুটপাট ও মারপিটের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন। এদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতদের পরিবার সূত্র জানায়, উপজেলার রাড়ুলী দক্ষিণপাড়া গ্রামের আলাল সরদার ও ইবাদাদ সরদারের বাড়িতে মঙ্গলবার সকাল ৬টায় অবৈধভাবে প্রবেশ করে জমি নিয়ে বিরোধের জের ধরে একই গ্রামের মোস্ত সরদার, আমিরুল সরদার, সামাদ সরদার, মনিরুল সরদার, আ. খালেক সরদারসহ তাদের ২০-২৫ সহযোগি দেশীয় অস্ত্র নিয়ে ভাংচুর, লুটপাট ও হামলা করে। সন্ত্রাসীরা নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আলাল সরদার ও পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ইবাদাদ সরদার ও আলাল সরদারের স্ত্রী ময়না বেগমকে ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত