পাইকগাছা(খুলনা)প্রতিনিধি : খুলনার পাইকগাছায় বাল্য বিবাহ থেকে রক্ষা পেল ৮ম শ্রেণির এক শিক্ষার্থী।সোমবার সন্ধ্যায় উপজেলার চাঁদখালী ইউনিয়নের ওড়াবুনিয়া গ্রামের ভগীরথ সরদারের ১৫ বছর বয়সী ৮ম শ্রেণির পড়ুয়া কন্যার সাথে পার্শ্ববর্তী ডুমুরিয়া উপজেলার সুভাষ বিশ্বাসের ছেলে প্রশান্ত বিশ্বাসের সাথে আনুষ্ঠানিক ভাবে বিবাহের আয়োজন করেন।গোপন সংবাদের ভিত্তিতে,উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন এর নির্দেশে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো. আলতাফ হোসেন, উপজেলা প্রশিক্ষিকা হুমাইরা খাতুন, আনসার কমান্ডার আবু হানিফ এবং ইউনিয়ন দলনেতা মো. ফয়সাল হোসেন তাৎক্ষণিক ঘটনাস্থলে যান এবং অভিযান চালিয়ে উক্ত বাল্য বিবাহটি বন্ধ করে দেন।উপজেলা প্রশিক্ষক মো. আলতাফ হোসেন উপস্থিত গ্রামবাসীর সামনে বাল্য বিবাহের কুফল সম্পর্কে আলোচনা করেন এবং বাল্য বিবাহ বন্ধ করতে সকলের সহযোগিতা কামনা করেন।উল্লেখ্য, প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না মর্মে কন্যার পিতার নিকট থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত