
পাইকগাছা প্রতিনিধি : খুলনা জেলা বিএনপির মনিরুল হাসান বাপ্পি কে ভারপ্রাপ্ত সদস্য সচিব করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের প্রতি অভিনন্দন জানিয়ে পাইকগাছায় উপজেলা বিএনপির উদ্যোগে আনন্দ মিছিল, লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকালে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে থেকে উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও খুলনা- ৬ (কয়রা -পাইকগাছা) সংসদীয় আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ডা. আব্দুল মজিদ এর সভাপতিত্বে একটি বর্ণাঢ্য মিছিলে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজারে চৌরাস্তা মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভা শেষে তিনি দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে ৩১ দফা লিফলেট বিতরণ ও গণসংযোগ করে। এসময় জেলা বিএনপির সদস্য অ্যাড. আব্দুস সাত্তার ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ডাবলু, উপজেলা যুগ্ম আহ্বায়ক মো. আবুল হোসেন, সদস্য তুষার কান্তি মন্ডল, বিএনপি নেতা আব্দুল মজিদ গোলদার, সেলিম রেজা লাকি, অ্যাড. সাইফুদ্দিন সুমন, নাজির আহমেদ, মিজান জোয়ারদার, আবু সালেহ মো. ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।

