পাইকগাছা অফিস : পাইকগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সাথে উপজেলা বিএনপির সভাপতি ডা. মো. আব্দুল মজিদ এর নেতৃত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জিরোপয়েন্টস্থ মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যালয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি বদিউজ্জামান সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ডা. মো. আব্দুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন, পৌর বিএনপির আহ্বায়ক সেলিম রেজা লাকি, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল। শিক্ষক বাবর আলী গোলদারের সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন, শিক্ষকদের মধ্যে মতিউর রহমান, শামসুর রহমান, আনিসুর রহমান, শিব শংকর, গাজী মোশাররফ হোসেন, সঞ্জয় কুমার মন্ডল, অঞ্জলি রানী শীল,শামীম হোসেন, মজিবর রহমান, সুব্রত কুমার, দীপক কুমার সরকার,যুবদল নেতা হুরায়রা বাদশা, শহিদুর রহমান সহ অনেকে।