পাইকগাছা অফিস : বিদ্যুৎ স্পৃষ্টে পাইকগাছায় ইবাদুল খাঁ (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সে উপজেলার প্রতাপকাটি গ্রামের মৃত আবুল হোসেন খাঁর ছেলে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল শেষে থানায় অপমৃত্যু মামলা করেছে। মৃতের ছোট ভাই সবুর খাঁ জানান, আমার বড় ভাই ইবাদুল খাঁ শামুকপোতা ব্রীজের পাশে হারিতে নেয়া চিংড়ি ঘেরের বাঁধের উপর সবজির চাষ করে। শুক্রবার রাত ৮ টার দিকে বৈদ্যুতিক মোটরের মাধ্যমে সবজির ক্ষেতে সেচ দেয়ার সময় অসাবধানতা বশত: বৈদ্যুতিক তারে জড়িয়ে যায়। এ সময় আমি আমার নিজ চিংড়ি ঘেরে যাওয়ার সময় দেখতে পেয়ে দ্রুত বিদ্যুতের সুইচ বন্ধ করে দিই। আহত অবস্থায় তাকে কপিলমুনি হাসপাতালে নিয়ে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে। থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন জানান, বিদ্যুৎ স্পৃষ্টে মৃত ব্যক্তির পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহটি দাফনের জন্য তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত