
পাইকগাছা অফিস : পাইকগাছায় বৃদ্ধ মহিলার বসতবাড়ীতে ৪ তালা ঝুলিয়ে দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। শেষ পর্যন্ত অনুপায় হয়ে ঐ মহিলা পথে-পথে ঘুরে বেড়াচ্ছে এমন গুরুতর অভিযোগ উঠেছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উপজেলার কপিলমুনির মৃত. আজাদ আওরঙ্গজেব (দাদা) ভাইয়ের বিধবা স্ত্রী সাথী আজাদ জানান, স্বামীর রেখে যাওয়া বাড়িতে ৫০ বছরের অধিক সময় বসবাস করছি। স্বামীর মৃত্যুর পর কিছুদিন পূর্বে বাজারস্থ পাকা বাড়ি সংস্কার করতে রড-সিমেন্ট, টাইলস সহ মূল্যবান জিনিসপত্র বাড়িতে সংরক্ষণ করা হয়। তিনি অভিযোগ করেন, সংস্কারের এক পর্যায়ে আমি সাতক্ষীরা জামাই’র বাড়িতে গেলে এ ফাঁকে আমার মৃত. শ্বশুর শেখ আমজাদুর রহমানের ছোট স্ত্রী’র মেয়ে মঞ্জিলা খাতুন আমাব বসত ঘরের গেটের ভিতর-বাহিরে ৪টি তালা মেরে সব জিনিসপত্রের ক্ষয়ক্ষতি করেছেন। এখন আমার থাকার জায়গা নেই।এ অবস্থায় তিনি প্রতিকার পেতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তবে, এ ঘটনায় আমজাদুর রহমানের ছোট স্ত্রী’র মেয়ে মঞ্জিল খাতুন বসতঘরে তালা ঝুলানোর কথা স্বীকার করে জানান, এ জমি নিয়ে আদালত মামলা চলছে। তিনি দলিল যার জমি তার এমন মন্তব্য করেন আরোও জানান, আমি লন্ডনে অবস্থানকালে প্রতিপক্ষরা কপিলমুনি বাজারস্থ আমার মুল্যবান জমি দখল করে সংস্কার করেছেন। এ বিষয় অফিসার ইনচার্জ মো. সবজেল হোসেন জানান, বসতবাড়ী জমি নিয়ে মঞ্জিল খাতুন বুধবার থানায় একটি অভিযোগ করেছেন। তিনি তদন্ত করে পদক্ষেপ গ্রহনের আশ্বাস প্রদান করেন।