
পাইকগাছা অফিস : পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার অন্যান্য সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দ্বারা সোশ্যাল মিডিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, পাইকগাছা উপজেলা শাখার শিক্ষার্থীদের প্রাণনাশ, গুম নিপীড়নের হুমকি এবং রিফাতের পরিবারের উপর আওয়ামী সন্ত্রাসীদের বর্বোরচিত হামলার প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। শনিবার দুপুর থেকে একাধিক মিছিল নিয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার সরলস্থ জিরো পয়েন্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাইকগাছা উপজেলা শাখার শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে শিক্ষার্থী এবং তার পরিবারের সুনিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করতে হবে মুখে নয় কাজের মাধ্যমে, মামলায় দন্ডপ্রাপ্ত আসামিরা এলাকায় প্রকাশ্যে এবং গোপনে ঘোরাঘুরি না করতে পারে সেই বিষয়গুলোকে প্রশাসনকে কঠর ভাবে দমন করতে হবে, পুলিশের এবং প্রশাসনের মৌনতা এবং উদাসিনতা ভাংতে হবে এবং প্রশাসনকে জনগনের হয় কাজ করতে হবে।কোন দল বা কোন একটা গোষ্টি কে বেশি প্রাধান্য দিয়ে অপকর্ম ঘঠাতে দেওয়া হবে না, সাধারণ মানুষকে জিম্মি করে অবৈধ দখনবাজি বন্ধ করতে হবে। যে কোন অন্যায় দুর্নিতির বিরুদ্ধে তাৎক্ষণিক কঠর ব্যাবস্থা নিতে হবে এবং মামলায় দন্ডপ্রাপ্ত আসামিদের কেন গ্রেপতার করা হচ্ছে না তার সুনির্দিষ্ট কারণ সুস্পষ্ট ভাবে ছাত্রসমাজের মাঝে উপস্থাপন করার জন্য পাঁচ দফা দাবি উপস্থাপন করেন। পরবর্তীতে তারা এসকল দাবি নিয়ে পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মো. সবজেল হোসেন এর সাথে বৈঠক করেন। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাইকগাছা উপজেলার মধ্যে নয়ন, সুমন, পরশ, হৃদয়, নিয়ামুল, তরিকুল, আলামিন, ইসমাইল, প্রকৃতি, হুম্মান, গাওসিন, জিম, শান্ত, রিফাত, তিন্নি সহ অনেকে উপস্থিত ছিলেন।