পাইকগাছা প্রতিনিধি : খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের এক মসলা ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার দেলুটি ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের অনুকূল মন্ডলের ছেলে অনুপ মন্ডল (২৮) রবিবার রাতে বাড়িতে আসেনি এবং তার মোবাইল ফোনটি বন্ধ ছিল। আজ সোমবার সকালে বাড়ির পাশে অনুপকে গলা কাটা অবস্থায় দেখতে পায় স্থানীয় লোকজন। তবে কি কারনে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে এ রিপোর্ট লেখা পর্যন্ত বিস্তারিত জানা সম্ভব হয়নি।
দেলুটির ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল জানান, অনুপ একটা ভালো ছেলে। গতকাল রবিবার রাত সাড়ে ৯টা থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। সোমবার সকালে স্থানীয় লোকজন গলাকাটা অবস্থায় তাকে দেখতে পায়। তবে কি কারনে হত্যাকান্ডের ঘটনা ঘটেছে তা জানা যায়নি।
ওসি মোঃ রফিকুল ইসলাম জানিয়েছেন খবর পেয়ে ঘটনাস্থলে উদ্দেশ্যে রওনা হয়েছি।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত