পাইকগাছা অফিস : পাইকগাছায় ব্যবসার লভ্যাংশের টাকা, লীজ ঘের ও নন জুডিসিয়াল স্ট্যাম উদ্ধারের জন্য সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ২ টায় প্রয়াত বিশিষ্ট চিংড়ি ঘের মালিক ফসিয়ার রহমানের বড় ছেলে মোঃ মাশফিয়ার রহমান সবুজ পৌরসভাস্থ সবুজ মৎস্য খামার কর্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে এমনই বিস্তর অভিযোগ করেন। এ সময় ব্যবসায়ী সবুজের স্ত্রী সাবরিনা রহমানও উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে মাশফিয়ার রহমান সবুজ উল্লেখ করেন, ৮০’র দশকে পিতা ফসিয়ার রহমান উপজেলার লতা-পুতলাখালী মৌজায় প্রকৃত জমি মালিকদের নিকট থেকে ৭শত বিঘা জমি ডিড নিয়ে চিংড়ি ঘের শুরু করেন। পিতার মৃত্যুর পরে লীজ ঘেরটি নিজে পরিচালনা করছিলাম। এক সময় অর্থের প্রয়োজনে ব্যবসার অংশীদার খুঁজতে থাকি। পরে দেলুটির দীঘলিয়া গ্রামের মৃতঃ নিরোদ বিহারী সরদারের ছেলে শিবপদ সরদারের সাথে চুক্তিবদ্ধ হয়ে ২৫-১-২৩ হতে ৩১-১২-২৪ পর্যন্ত দু’বছরের জন্য শর্ত সাপেক্ষে অর্ধেক শেয়ারে যৌথ ব্যবসার রেজিঃ ডিড সম্পাদন করি।
তিনি আরোও জানান, শিবপদ সরদার নিজে ঘেরে না থেকে তার ভাই শীর্ষ সন্ত্রাসী অস্ত্র মামলার আসামী মৃনাল বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সত্য রঞ্জনকে ঘেরের দায়িত্ব দেয়। দু’ভাই আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক এমপি আক্তারুজ্জামান বাবু ও রশীদুজ্জামান মোড়লের ছত্রছায়ায় থেকে সন্ত্রাসী বাহিনীর আস্তানা গড়ে তোলে। ১ বছর পরে ব্যবসার হিসাব চাইলে সত্যরঞ্জন ঘেরের বাসায় ডেকে নিয়ে অস্ত্রের মুখে আমার কাছ থেকে ৩০০ টাকার নন জুডিসিয়াল ৩ টি স্ট্যাম্পে স্বাক্ষর করে নেয়। পরবর্তীতে এ নিয়ে বাড়াবাড়ি না করতে নিশেধ করে ।এ পর্যন্ত আমি লভ্যাংশ বাবদ ২০ লাখ টাকা পাই এমনকি এ মুহুর্তে শিব-সত্যর ভয়ে জমির মালিকদের কাছ থেকে নতূন করে ডিড করতে সাহস হারিয়ে ফেলেছি। সে কারণে লভ্যাংশের টাকা, লীজ ঘের ও স্ট্যাম্প উদ্ধার করতে সাংবাদিকদের লেখনির মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
পাইকগাছায় ব্যবসায়ীর সংবাদ সম্মেলন
Leave a comment