পাইকগাছা অফিস : “সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো” প্রতিপাদ্যকের আলোকে ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে পাইকগাছা উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে থেকে একটি বর্ণাঢ্য র্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্টিত হয়। প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন, পৌরমেয়র সেলিম জাহাঙ্গীর, ওসি (অপারেশন) রঞ্জন কুমার গাইন। স্বাগত বক্তৃতা করেন, উপজেলা নির্বাচন অফিসার মো. ছামিউল আলম। এসময়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অসীম কুমার দাশ, প্রভাষক স্বপন কান্তি ঘোষ, আনসার ও ভিডিপি প্রশিক্ষক আলতাফ হোসেন মুকুল,
সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. বাবলুর রহমান, সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহতারম বিল্লাহ, অ্যাড. শিবু প্রসাদ সরকার সহ বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পাইকগাছায় ভোটার দিবস উদযাপন
Leave a comment