প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩, ২০২৫, ২:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৯, ২০২৩, ৪:৪৩ পি.এম
পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে জরিমানা
![]()
পাইকগাছা অফিস : স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পাইকগাছা পৌরসভাস্থ জিরো পয়েন্ট সংলগ্ন এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল-আমিন। এ সময় লাইসেন্স বিহীন ঔষধ বিক্রয়ের জন্য একটি প্রতিষ্ঠানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। এসময়ে বিভিন্ন ফার্মেসি তে নিম্মমান ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি না করার জন্য দোকান মালিকদের নির্দেশনা দেয়া হয়। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল-আমিন। পেশার মো. ইব্রাহীম হোসেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আনসার সহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
জন্মভুমি অনলাইন মিডিয়া