পাইকগাছা অফিস : পাইকগাছায় রমেছা (৫৫) নামে এক নারীকে কুপিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সে আশাশুনি থানার দরগাপুর গ্রামের আব্দুল আলীর স্ত্রী। শনিবার ভোর ৬ টার দিকে মটবাটী শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রম সংলগ্ন আশেপাশে এ ঘটনা ঘটে।
রমেছা জানায়, কতিপয় ব্যক্তি তাকে শারীরিকভাবে নির্যাতন করতে চেয়েছিল। তা করতে না পারায় এ ঘটনা ঘটায়। প্রচন্ড রক্ত ক্ষরণ হতে থাকলে সে চেঁচুয়া গাজী পাড়ার সাংবাদিক মিজানদের বাড়ীর সামনে মাথা ঘুরে পড়ে যায়। এ সময় থানা পুলিশের সংবাদ দিলে এস আই আনজির হোসেন তাকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয়রা জানায়, তাকে অন্য কোন পাগলে লাঠি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে। তবে রমেছা জানায় তাকে তিনটি কোপ মেরেছে। যে কুপিয়েছে তাকে দেখলে তিনি চিনতে পারবেন। রমেছা এলাকায় শাড়ী কাপড়, সাবান সহ অন্যান্য জিনিস পত্র চুরি করে বলে স্থানীয়রা জানায়। থানা অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন, ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত